ইউনিয়নের সদস্যগণ সবাই মিলে আমাকে দায়িত্ব দিছে
ইউনিয়নের সদস্যগণ সবাই মিলে আমাকে দায়িত্ব দিছে
“জনগণ যাতে
কোনো কষ্ট না পায়, যাতে সেবাটা পেয়ে যায় এই ব্যাপারে আমি সর্বাত্মকভাবে সচেষ্ট। ইউনিয়নের
সদস্যগণ সবাই মিলে আমাকে দায়িত্ব দিছে। আমি ভালভাবেই কাজ চালিয়ে যাচ্ছি।কাজ করতে আমাদের
কোনো সমস্যা নাই, কোনো অসুবিধা নাই।”
মোঃ আবদুল
কুদ্দুছ মিয়া
ভারপ্রাপ্ত
চেয়ারম্যান
চরচারতলা
ইউনিয়ন পরিষদ
আশুগঞ্জ,
ব্রাহ্মণবাড়িয়া।
গত ৩১ জানুয়ারি ২০২১ইং সনে চরচারতলা ইউনিয়ন পষিদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়েছেন উক্ত ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ড মেম্বার মোঃ আবদুল কুদ্দুছ মিয়া। ইউনিয়ন পরিষদ দেশের প্রান্তিক জনগোষ্ঠির আশ্রয় স্থল হিসেবে পরিচিত। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ইউনিয়ন পরিষদের মাধ্যমে গ্রাম বাংলার গ্রামীণ অবকাঠামো উন্নয়নের লক্ষ্যে অনেক সুদূর প্রসারী পরিকল্পনা গ্রাহণ করেছে। উক্ত পরিকল্পনার মধ্যে আছে ইউনিয়ন পর্যায়ে “ইউনিয়ন ডিজিটাল সেন্টার” স্থাপন। এবং টিআর, কাবিটা, কাবিখা, এলজিএসপি, এডিপি, সরকারি তহবিল, ৪০দিনের কর্মসূচী সহ নানান প্রজেক্ট ও পরিকল্পনার মাধ্যমে গ্রামের রাস্তাঘাট উন্নয়ন সহ সার্বিক বিষয়ে একটি টেকসই উন্নয়নের ধরা অব্যহত রেখে ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলার মাধ্যমে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাকে বাস্তবে রূপান্তর করাই সরকারের লক্ষ্য।সরকারের উন্নয়নের কার্যক্রমের ধারাকে ধারাবাহিকভাবে তুলে ধরে উক্ত উন্নয়ন কর্মকান্ডের গর্বিত অংশিদার হতে চ্যানেল-26 কাজ করছে অত্যান্ত আন্তরিকভাবে। উক্ত উন্নয়ন কর্মকান্ড এবং উন্নয়নের ধারাবাহিকতা সম্পর্কে ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলার চরচারতলা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ আবদুল কুদ্দুছ উক্ত ইউনিয়নের বর্তমান সার্বিক পরিস্থিতি সম্পর্কে চ্যানেল-26 এর সাথে দেওয়া এক স্বাক্ষাৎকারে বলেন, “জনগণ যাতে কোনো কষ্ট না পায়, যাতে সেবাটা পেয়ে যায় এই ব্যাপারে আমি সর্বাত্মকভাবে সচেষ্ট। ইউনিয়নের সদস্যগণ সবাই মিলে আমাকে দায়িত্ব দিছে। আমি ভালভাবেই কাজ চালিয়ে যাচ্ছি।কাজ করতে আমাদের কোনো সমস্যা নাই, কোনো অসুবিধা নাই। যদি সমস্যা হয় তাহলে আমরা উপজেলা চেয়ারম্যানের সহযোগিতা পাব। আমার বাড়ী এবং পরিষদ কাছাকাছি। তাই আশা করি কোনো সমস্যা হবে না।”


