BBS NEWS

  • কন্ট্রোল প্যানেল
  • সম্পাদক
  • অর্থনীতি
  • রাজনীতি
  • প্রকল্প
  • শিক্ষা
  • ব্যক্তিত্ব
  • সংবাদ
  • ফটো গ্যালারি
  • মতবাদ
  • মোবাইল
  • Thursday, January 28, 2021

    জনপ্রতিনিধি

     


    “আমি দায়িত্বভার গ্রহণ করেছিলাম ২০১১ সালে।

    বিগত ১০ বছরে ৩০ কোটি টাকার উন্নয়ন করেছি।

    বেশী হবে, কম হবেনা।”

    বিবিএস-নিউজঃ

    সাইফ উদ্দিন চৌধুরী

    চেয়ারম্যান- শরীফপুর ইউনিয়ন পরিষদ

    সাবেক সাধারণ সম্পাদক- শরীফপুর ইউনিয়ন আওয়ামী লীগ

    ব্রাক্ষণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলার শরীফপুর ইউনিয়নের টানা দুই টার্মে ১০ বছর যাবৎ তিনি নির্বাচিত চেয়ারম্যান। বিগত ১০ বছরে অনেক কঠিন ও চ্যালেঞ্জিং পথ পারি দিয়ে তিনি অত্র ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। টানা দুই টার্মের চিয়ারম্যান হিসেবে ১০ বছরের বিভিন্ন অভিজ্ঞতা এবং উন্নয়ন কর্মকান্ড সম্পর্কে চ্যানেল-26 এর সাথে দেওয়া এক স্বাক্ষাৎকারে বলেন, “আমি দায়িত্বভার গ্রহণ করেছিলাম ২০১১ সালে। তখন আমাদের ইউনিয়নের বিভিন্ন রাস্তাঘাট অবহেলিত ছিল।অনেক রাস্তা আমি কার্পেটিং করাইছি। গ্রামের ভিতরের বিভিন্ন ছোট ছোট রাস্তা ইটের সোলিং সহ বাগলা নদীর বেরী বাঁধ নির্মাণ করেছি। শিক্ষার দিক দিয়েও আমরা অনেক উন্নয়ন করেছি। বাচ্চাদের সেনিটেশন ব্যবস্থার উন্নয়ন করেছি। আমাদের উমেদ আলী শাহ উমেদ আলী শাহ মাদ্রাসার চার তলা ভবনের নির্মাণ কাজ চলমান রয়েছে।আমাদের কোনো সমস্যা হবে আমরা সামনের দিকে উন্নয়নের যাত্রা অব্যাহত রাখব। আমার ইউনিয়নে গত ১০ বছরে প্রায় ৩০ কোটি টাকার উন্নয়ন কাজ হয়েছে। বেরী বাধঁ হয়েছে দেড় কোটি টাকার, বড়াইল রাস্তা হয়েছে এক কোটি টাকার এছাড়াও আরো অনেক মাজারি ও ছোট ছোট অনেক কাজ মিলিয়ে আমরা বিশ থেকে ত্রিশ কোটি টাকার কাজ করেছি। এর কম হবে না বেশীই হবে। আগামীতেও আমরা আরো বেশি উন্নয়নমূলক কাজ করতে পারবো বলে আশা করি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।”

    No comments:

    Post a Comment

    গ্রাম বাংলা

     বিবিএস নিউজ ইউনিয়নের সদস্যগণ সবাই মিলে আমাকে দায়িত্ব দিছে ইউনিয়নের সদস্যগণ সবাই মিলে আমাকে দায়িত্ব দিছে “জনগণ যাতে কোনো কষ্ট না পায়, যাতে...

    মতামত এবং পর্যবেক্ষণ