BBS NEWS

  • কন্ট্রোল প্যানেল
  • সম্পাদক
  • অর্থনীতি
  • রাজনীতি
  • প্রকল্প
  • শিক্ষা
  • ব্যক্তিত্ব
  • সংবাদ
  • ফটো গ্যালারি
  • মতবাদ
  • মোবাইল
  • Wednesday, February 3, 2021

    শ্রম ও শ্রমিক

     BBS NEWS

    আমরা পুলিশী হয়রানী বন্ধের দাবি জানাচ্ছি


    “পুলিশী হয়রানী থেকে ঘুমহীনভাবে গাড়ি চালাতে গিয়েও আমাদের ড্রাইভার ভাইয়েরা পুলিশী হয়রানী থেকে বাচতে পারে না।আমরা পুলিশী হয়রানী বন্ধ করার দাবি সহ ড্রাইভারদেরকে ড্রাইভিং লাইসেন্স টিকটাক মত দ্রুত দেওয়া হোক এই দাবি জানাচ্ছি।”—

    আলহাজ্ব নূরুল হক সরকার

    সাধারণ সম্পাদক

    ব্রাহ্মণবাড়িয়া জেলা ট্রাক ও ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন

    ফেরীঘাট, আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া।

    দুনিয়ার মুজদুর এক হও, লড়াই করা- এই শ্লোগানের

    পরিবহণ শ্রমিকদের অধিকার আদায়ের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলার সবচেয়ে সক্রিয় , শৃঙ্খলিত এবং ঐক্যবদ্ধ শ্রমিক সংগঠণ হল ব্রাহ্মণবাড়িয়া জেলা ট্রাক ও ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন। উক্ত শ্রমিক ইউনিয়নের সভাপতি: মোঃ ইদন মিয়া মিন্টু, সাধারণ সম্পাদক: আলহাজ্ব নূরুল হক সরকার। ৩ বছর মেয়াদী উক্ত সংগঠনের অন্যরা হলেন; মোঃ আমিন মিয়া-সিনিয়র সহসভাপতি, মোঃ জালাল উদ্দিন খান- সিনিয়র সহসভাপতি, মোঃ সবুর লতিফ- যুগ্ম সাধারণ সম্পাদক, মোঃ মোশারাফ সরকার- সহ সাধারণ সম্পাদক, মোঃ ইয়াছিন মিয়া-কোষাধক্ষ্য, মোঃ কাউছার লতিফ- সাংগঠনিক সম্পাদক, মোঃ আজিজ মিয়া- দপ্তার সম্পাদক, মোঃ জাকির হোসেন- প্রচার  সম্পাদক, মোঃ হোসেন মিয়া- ক্রীড়া সম্পাদক, মোঃ আরজু মুন্সী- কার্যকরী সদস্য, মোঃ রফিকুল ইসলাম- কার্যকরী সদস্য, মোঃ খোকন মিয়া কার্যকরী সদস্য, মোঃ সেলিম মিয়া- কার্যকরী সদস্য, এবং মোঃ মামুন মিয়া-কার্যকরী সদস্য।শ্রমিকদের অধিকার নিয়ে বিভিন্ন আন্দোলন সংগ্রাম এবং সার্বিক অবস্তা সম্পর্কে চ্যানেল-26 এর সাথে দেওয়া এক স্বাক্ষাৎকারে উক্ত শ্রমিক সংগঠনের নির্বাচিত সাধারণ সম্পাদক আলহাজ্ব নূরুল হক সরকার বলেন, “আমাদের শ্রমিকদের অবস্থা এখন খুবই খারাপ, শ্রমিকরা যে আয় করছে তাতে তাদের সংসার চলাতে পারে না। যেই পারিশ্রমিক পায় তাতে একজন ড্রাইভার এবং হেলপারের জীবন চলে না। পুলিশী হয়রানী থেকে ঘুমহীনভাবে গাড়ি চালাতে গিয়েও আমাদের ড্রাইভার ভাইয়েরা পুলিশী হয়রানী থেকে বাচতে পারে না।আমরা পুলিশী হয়রানী বন্ধ করার দাবি সহ ড্রাইভারদেরকে ড্রাইভিং লাইসেন্স টিকটাক মত দ্রুত দেওয়া হোক এই দাবি জানাচ্ছি।” 

    No comments:

    Post a Comment

    গ্রাম বাংলা

     বিবিএস নিউজ ইউনিয়নের সদস্যগণ সবাই মিলে আমাকে দায়িত্ব দিছে ইউনিয়নের সদস্যগণ সবাই মিলে আমাকে দায়িত্ব দিছে “জনগণ যাতে কোনো কষ্ট না পায়, যাতে...

    মতামত এবং পর্যবেক্ষণ