Thursday, January 2, 2020
বিবিএস- নিউজঃ গত সোমবার ৩০ ডিসেম্বর ২০১৯ তারিখ দুপুরে জাতীয়
সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশনের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ ব্রাহ্মণবাড়িয়ার জনপ্রিয়
অনলাইন টিভি চ্যানেলের ব্যবস্থাপনা পরিচালক লিটন হোসাইন জিহাদ এর সাথে সৌজন্য স্বাক্ষাৎ
করেন। উক্ত স্বাক্ষাৎকার অনুষ্ঠানে দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন পথিক টিভির ব্যবস্থাপনা
পরিচালক লিটন হোসাইন জিহাদ। উনার বক্তব্যের অংশ বিশেষ--উপস্থাপনা করেন বাঙ্গালীর একুশের
সম্পাদক এবং জাতীয় কল্যাণ ফাউন্ডেশন আশুগঞ্জ উপজেলা কমিটির সাধারণ সম্পাদক হাবিবুর
রহান। সেই সময় তথ্য প্রযুক্তির এই যুগে সময়ের সাহসী সৃজনশীল অনলাইন মিডিয়ার বিভিন্ন
বিষয় নিয়ে এবং পারস্পারিক সহযোগিতা ও সুসম্পর্কের উপর গুরুত্বারোপ করে বক্তব্য রাখেন
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন (জেএসকেএফ-গভঃ রেজি নং এস-৯১৬৮) কেন্দ্রীয় কিমিটির
মহাসচিব এম. এ আবির উদ্দিন এবং পথিক টিভির ব্যবস্থাপনা পরিচালক লিটন হোসাইন জিহাদ।
জেএসকেএফ কেন্দ্রীয় কমিটির মহাসচিব এম. এ আবির উদ্দিন বলেন,“অনলাইন টিভি চ্যানেল সময়ের
একটি সাহসী পদক্ষেপ এবং কঠিন কাজ। এই কাজটিতে সফলভাবে কাজ করছেন পথিক টিভি। ইতিমধ্যেই
পথিটিক টিভির অনেক দর্শক শ্রুতা সৃষ্টি হয়েছে এবং এই প্রতিষ্ঠানটি মিডিয়া জগতের গুরুত্বপূর্ণ
অবদান রেখে যাচ্ছে। এই কাজে আমাদের সার্বিক সহযোগিতা আমরা সাধ্য অনুসারে করে যাব। সেই
সময় পথিক টিভির ব্যবস্থাপনা পরিচালক লিটন হোসাই জিহাদ তার দীর্ঘ বক্তিতায় বলেন-“আমরা
নতুন নতুন সাংবাদিক তৈরি করতে চাই, এবং বর্তমান এই অনলাইন মিডিয়ার গরুত্ব এতই বেশি
যে সামনের দিনগুলোতে এই অনলাইন মিডিয়া ছাড়া অন্য সকল কিছুই সেকেলের পুরাতন বা আপনা
আপনিই বাতিল হয়ে যাবে। তাই এর গুরুত্ব এখন বর্তমান বিশ্বে অনেক পরিমান বৃদ্ধি পেয়েছে।
এখন নিউজের জন্যে আর আগের মত তেমন অপেক্ষায় থাকতে হয় না। আমরা প্রতিনিয়ত আপগ্রেড সহ
সমাজের অসহায় মানুষের দুঃখ-কষ্ট সহ সকল চিত্রই তুলে ধরতে পারছি। তিনি বলেন, আমাদের
এই কঠিন সংগ্রামের সাথে জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশনের নেতৃবৃন্দের একাত্মতা প্রকাশকে
আমরা অনেক গর্বের সাথে নিচ্ছি এবং আমরা সার্বিকভাবে জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশনের
সাথে থাকার সকল চেষ্টাই চালিয়ে যাব। সেই সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন জাতীয়
সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন, চট্টগ্রাম বিভাগীয় কমিটির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক
মোঃ আল আমিন, ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির সভাপতি রতন পারভেস, আশুগঞ্জ উপজেলা কমিটির
সভাপতি আলী আজম, সহ সভাপতি এ.আর জাকির হোসেন, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, সাংগঠনিক
সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, অর্থ সম্পাদক মোঃ ফারুক মিয়া এবং বাঙ্গালীর একুশে পত্রিকার
সংবাদদাতা আলী ইমামসহ প্রমূখ। আলোচনা শেষে পথিক টিভির ব্যবস্থাপনা পরিচালক কর্তৃক আয়োজিত
চা চক্রের মাধ্যমে অনুষ্ঠানটির শেষ হয়।
Subscribe to:
Post Comments (Atom)
গ্রাম বাংলা
বিবিএস নিউজ ইউনিয়নের সদস্যগণ সবাই মিলে আমাকে দায়িত্ব দিছে ইউনিয়নের সদস্যগণ সবাই মিলে আমাকে দায়িত্ব দিছে “জনগণ যাতে কোনো কষ্ট না পায়, যাতে...
মতামত এবং পর্যবেক্ষণ
-
বিবিএস নিউজ ইউনিয়নের সদস্যগণ সবাই মিলে আমাকে দায়িত্ব দিছে ইউনিয়নের সদস্যগণ সবাই মিলে আমাকে দায়িত্ব দিছে “জনগণ যাতে কোনো কষ্ট না পায়, যাতে...
-
আমি জনসেবা করার জন্যই বঙ্গবন্ধুর আদর্শের জননেত্রী শেখ হাসিনার যে প্রতীক নৌকা সেই নৌকার মনোনয়ন প্রত্যাশী বিবিএস- নিউজঃ নাজমুল হক ...
-
BBS NEWS হযরত আবেদ আলী শাহ (রাহঃ) এর রওজা ও মাজার রয়েছে বড়াইল গ্রামের উমেদ আলী হাজীর বাড়ীতে এবং শরীফপুর গ্রামে একটি খানকা রয়েছে। বিবিএস: নি...

No comments:
Post a Comment