ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে
শহীদ বীর মুক্তিযোদ্ধা
সিরাজুল ইসলামের স্মৃতিফলকের
ভিত্তিপ্রস্তর স্থাপন
BBS NEWS
শহীদ বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম ব্রাহ্মণবাড়িয়া
জেলার আশুগঞ্জ উপজেলার তালশহর গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের
তিনি একজন আনছার কমান্ডার এবং মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষক ছিলেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধ
চলাকালিন সময়ে ১৯৭১ সালের আগস্ট মাসে পাকাহানাদার বাহিনীর হাতে তিনি নির্মমভাবে নিহত
হন। স্বাধীনতা যুদ্ধের এই সংগামীকে সম্মান জানাতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার উনার
নিজ বাড়িতে একটি স্মৃতি ফলক স্থাপনের উদ্যোগ নিয়েছেন।তারই অংশ হিসেবে ২৬ জানুয়ারি ২০২১ইং
তারিখ রোজ মঙ্গলবার বেলা ১১ঘটিকায় উক্ত স্মৃতিফলকের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলের আশুগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডিপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল হাসেম আজাদ, উক্ত ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্যোগক্তাদের মধ্যে উপস্থিত ছিলেন; বীর মুক্তিযোদ্ধা মাহতাব মৃধা, বীর মুক্তিযোদ্ধা ফরিদ আহমেদ, বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন, বীর মুক্তিযোদ্ধা গৌর চন্দ্র দাস, বীর মুক্তি যোদ্ধা মোঃ আবুল হাসেম, বীর মুক্তিযোদ্ধা আলী আকবর, বীর মুক্তিযোদ্ধা ইসাক ভূঞ্রা, এছাড়া উপস্থিত ছিলেন অত্র এলাকার বিশিষ্ট সাংবাদিক হেলাল আহমেদ, হাজী মোঃ হেবজু ভূঞ্রা, শহীদ সিরাজুল ইসলামের স্ত্রী রহিমা খাতুন সহ নিয়াজ আক্তার, নিয়াজ ইয়াকুব আলী চেরাগী সহ অত্র এলাকার বিশিষ্ট্য সাহেব সরদারগণ। উল্লেখ্য বীর মুক্তিযোদ্ধা শহীদ সিরাজুল ইসলামের দুই সন্তান রয়েছে। তারা হল ছেলে মনিরুল ইসলাম এবং মেয়ে রেহেনা আক্তার ১৯৭১ সালে পিতাকে হারিয়ে যারা মায়ের আহাজারি শুনতে শুনতেই বড় হয়ে ওঠেছেন। উক্ত অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন তালশহর ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম। প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা আবুল হাসেম আজাদ চ্যানেল-26 এর সাথে দেওয়া স্বাক্ষাৎকারে বলেন, ”মুক্তিযুদ্ধের বীর সেনানী শহীদ সিরাজুল ইসলাম সম্মুখযুদ্ধে শহীদ হয়েছিলেন। তার নামের স্মৃতিফলক নির্মাণে আমরা মুক্তিযোদ্ধারা জন নেত্রী শেখ হাসিনার সরকারের এই উদ্যোগকে অভিনন্দন জানাই। এই স্মৃতি ফলক আমাদের আগামী প্রজন্মদের অনুপ্রাণিত করবে। সারা দেশেই শহীদ মুক্তিযোদ্ধাদের নামের স্মৃতিফলক হবে বলে আমরা আশাবাদি।”

No comments:
Post a Comment