বিবিএস নিউজ:
আশুগঞ্জের সোহাগপুরে “হযরত বিন্দামা (রাঃ)”
এর মাজার শরীফের বাৎসরিক দোয়া মাহফিল অনুষ্ঠিত।
মাজার শরীফের
সার্বিক তত্তাবধানে রয়েছেন বিন্দামা (রাঃ)এর
আওলাদ মোঃ
খলিলুর রহমান এবং মোঃ শাহজাহান সিরাজ
চ্যানেল-26: নিউজ
ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ
উপজেলার সোহাগপুর গ্রামের, সোহাগপুর চকবাজার তথা পুরাতন পাগলাবাড়ীতে হযরত বিন্দামা
(রাঃ)মাজার শরীফ প্রাঙ্গণে উনার ওফাত দিবস উপলক্ষ্যে বাৎসরিক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
হয়েছে। হযরত বিন্দামা (রাঃ) গোটা জীবন ইসলামী ভাবধারায় এলমে শরীয়ত ও এলমে মারেফাতের
আধ্যাত্মিক ধ্যান সাধনায় উন্নত জ্ঞানের ধারক এবং বাহক ছিলেন। অত্র এলাকার মসজিদ প্রতিষ্ঠা
ও মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানে উনার অবদান রয়েছে। হজ্বব্রত পালন করা যখন সুকঠিন ছিল
তখন তিনি সপরিবারে দুইবার হজ্ব করেছেন। ইসলামী মূল্যবোধ এবং নৈতিক শিক্ষা বিস্তারের
সাথে সংশ্লিষ্ট ১২ আউলিয়ার এই দেশে তখন কার সেই সময়ে উনাদেরও কঠুর সাধনার স্পর্শ পাওয়া
যায় উনার কর্মময় জীবনের আজ প্রায় দেড়শত বছর পরেও। বিন্দামা (রাঃ) এর ওফাত দিবস উপলক্ষ্যে
প্রতিবছর ১৭ই মাঘ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। উক্ত ওফাত দিবস অনুষ্ঠানের ধারাবাহিকতায়
আজ ৩১ জানুয়ারি ২০২১ইং তথা ১৭ই মাঘ বাৎসরিক ওফাত দিবসের অনুষ্ঠানের অংশ বিশেষ ধারণ
করেছে চ্যানেল-26। মাজার শরীফের সার্বিক তত্তাবধানে রয়েছেন বিন্দামা (রাঃ) আওলাদ মোঃ
খলিলুর রহমান, মোঃ শাহজাহান সিরাজ। এছাড়াও উক্ত অনুষ্ঠানে বিন্দামা (রাঃ) এর আওলাদগণের
মধ্যে অনুষ্ঠানস্থলে উপস্থিত ছিলেন হাজী আহাম্মদ আলী, আশরাফ এবং বাদল সহ উনার অসংখ্য
ভক্তবৃন্দ।
No comments:
Post a Comment